Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

                                                                        

সমাজ কল্যাণ মন্ত্রনালয়

সমাজসেবা অধিদফতর

উপজেলা সমাজসেবা কার্যালয়, নবাবগঞ্জ, ঢাকা।

   সিটিজেন  চার্টার

কার্যক্রম

সেবা

সেবা গ্রহনকারী

আর্থ-সামাজিক উন্নয়ন সেবা(সুদমুক্ত ঋণ)

পলস্নী সমাজসেবা কার্যক্রম

 

 

 

 

 

 

 

 

পলস্নী মাতৃকন্দ্র  কার্যক্রম

 

 

 

 

 

 

 

সামাজিক নিরাপত্তা  সেবাঃ

বয়স্ক  ভাতা  কার্যক্রম

 

 

 

 

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা  কার্যক্রমঃ

 

 

 

 

 

বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলা ভাতা কার্যক্রমঃ

 

 

 

 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি  কর্মসূচীঃ

 

 

 

 

 

দলিত, হরিজন, বেদে জনগোষ্ঠারীর  বিশেষ বয়স্ক ভাতা কার্যক্রম ঃ

 

 

 

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমঃ

 

 

 

 

দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের  পুনর্বাসন কার্যক্রমঃ

 

 

 

ভিক্ষুক মুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন  কর্মসূচীঃ

 

 

 

 

 

সেচ্ছাসেবী  সমাজ কল্যাণ সংস্থা সমূহ নিবন্ধন ও  সহায়তাঃ

সেচ্ছাসেবী  সমাজ কল্যাণ সংস্থা সমূহ নিবন্ধন ও  তত্ত্বাবধান কার্যক্রম ঃ

 

 

 

 

 

 

 

বেসরকারী  এতিমখানায় ক্যাপিটেশন গ্যান্ড  প্রদান।

 

 

 

 

 

 

 

বাংলদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত  সংস্থা সমূহে  অনুদান প্রদানে  সহায়তাঃ

পলস্নী অঞ্চলের দরিদ্র জনগণকে সংগঠিত করে  উন্নয়নের  মূল স্রোতোধারায় আনয়ন, সচেতনতা বৃদ্ধি, উদ্বূদ্ধকরণ এবং দক্ষতা  উন্নয়নের লক্ষ   প্রশিক্ষন প্রদান, ১০ হাজার টাকা  হতে ৩০ হাজার টাকা পর্যমত্ম ক্ষূদ্র ঋণ প্রদান, লক্ষ্যভূক্ত  ব্যক্তিদের  নিজস্ব পুঁজি গঠনের  জন্য  সঞ্চয় বৃদ্ধি করা।  

 

 

 

 

 

পলস্নী অঞ্চলের দরিদ্র নারীদের সংগঠিত করে  উন্নয়নের  মূল স্রোতোধারায় আনয়ন, সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা  উন্নয়নের লক্ষক্ষ্য   প্রশিক্ষন প্রদান,  ১০ হাজার টাকা হতে ৩০ হাজার টাকা পর্যমত্ম ক্ষূদ্র ঋণ প্রদান, লক্ষ্যভূক্ত  ব্যক্তিদের  নিজস্ব পুঁজি গঠনের  জন্য  সঞ্চয় বৃদ্ধি করা।  

 

 

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান। এ জন্য ২০১৭-১৮ অর্থ বছরে নিয়মিত ও নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের  জনপ্রতি মাসিক  ৫০০ টাকা হারে  ভাতা প্রদান করা হচ্ছে।

 

 

সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি  যাকে সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে  অসচ্ছল প্রতিবন্ধী ভাতা  প্রদান। এ জন্য ২০১৭-১৮ অর্থ বছরে  নিয়মিত ও নির্বাচিত   অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের  জনপ্রতি মাসিক  ৭০০  টাকা হারে  ভাতা প্রদান করা হচ্ছে।

 

 

বিধবা অথবা স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলাদের  সামাজিক নিরাপত্তার জন্য বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলা ভাতা প্রদান।  এ জন্য ২০১৭-১৮ অর্থ বছরে  নিয়মিত ও নির্বাচিত  বিধবা মহিলাদের   জনপ্রতি মাসিক  ৫০০ টাকা হারে  ভাতা প্রদান করা হচ্ছে।

 

শিক্ষা প্রতিষ্ঠানে সকল  অধ্যয়ণরত প্রতিবন্ধী  শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান। প্রাথমিক সত্মর (১ম-৫ম শ্রেণী) জনপ্রতি  ৫০০টাকা।মাধ্যমিক সত্মর (৬ষ্ঠ-১০ম শ্রেণী) জনপ্রতি  ৬০০ টাকা। উচ্চ মাধ্যমিক সত্মর (একাদশ ও দ্বাদশ শ্রেণী) জনপ্রতি  ৭০০ টাকা, উচ্চতর সত্মর (সণাতক/সণাতকত্তোর) জনপ্রতি  ১২০০ টাকা।

 

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে  দলিত, হরিজন, বেদে জনগোষ্ঠারীর  বিশেষ ভাতা প্রদান। এ জন্য ২০১৭-১৮ অর্থ বছরে  নিয়মিত নির্বাচিত  বয়স্ক ব্যক্তিদের  জনপ্রতি মাসিক  ৫০০ টাকা হারে  ভাতা প্রদান করা হচ্ছে।

 

সরকার  কর্তৃক  নিরর্ধারিত হারে বীর মুক্তিযোদ্ধাগণকে বছরে ৩টি উৎসব ভাতা সহ  মাসিক ১০ হাজার টাকা হারে সম্মানী ভাতা   প্রদান করা হচ্ছে।

 

 

 

দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের  আর্থ-সামাজিক উন্নয়ন ও পুনর্বাসনে আর্থ সামাজিক আয় বর্ধক স্কীম বাসত্মবায়নের জন্য  ১০ হাজার টাকা থেকে ৩০  হাজার টাকা পর্যমত্ম ঋন প্রদান করা হচ্ছে।

 

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত উপজেলাকে ২০১৮ সালের মধ্যে ভিক্ষুক মুক্তকরন ও ভিক্ষুকদের পুনর্বাসনে আর্থিক সহায়তা দান।

 

 

 

 

 

সেচ্ছাসেবী  সমাজ কল্যাণ  মূলক সংগঠনের  প্রদান , ১৯৬১ সালের  সেচ্ছাসেবী সমাজ কল্যাণ  সংস্থা সমূহ  নিবন্ধন ও নিয়ন্ত্রণ ( অধ্যাদেশের ২(৬) ধারায় বর্নিত সেবা মূলক কার্যক্রমের  আগ্রহী সংস্থা, প্রতিষ্ঠান , সংগঠন, বেসরকারী এতিম খানা, ক্লাব নিবন্ধন প্রাপ্ত  সংগঠনের  গঠনতন্ত্র  বা সংশোধিত  গঠনতন্ত্র  অনুমোদন,   মেয়াদামেত্ম  নব নির্বাচিত কার্যকরি পরিষদ  অনুমোদন।  নিবন্ধন প্রাপ্ত  সংগঠনের  কার্য এলাকা  একাধিক  জেলায়  সম্প্রসারনের অনুমোদন,  সংগঠনের  বিরম্নদ্ধে আনিত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহন। নিবন্ধন প্রাপ্ত  সংগঠন সমূহের কার্যক্রম তদারকি।

 

বেসরকারী  এতিমখানায় ১৮ বছর বয়স পর্যমত্ম  এতিম নিবাসীদের প্রতিপালন, সেণহ ভালবাসা  ও আদর যত্নে লালন পালন, আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদান শারীরিক বুদ্ধি বৃত্তিক  ও মানবিক উৎকর্ষতা সাধন পুনর্বাসন  ও স্বনির্ভরতা  অর্জনের লক্ষক্ষ্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহায়তা দান (জনপ্রতি মাসিক ১০০০ টাকা)।

 

 

সমাজসেবা অধিদফতর  হতে ঘোষিত  জাতীয় প্রতিষ্ঠান  সমূহে    বার্ষিক  ৫০ হাজার টাকা হতে ২ লক্ষ টাকা অনুদান, শহর  সমাজ উন্নয়ন  প্রকল্প  সমন্বয় পরিষদে  সর্বোচ্চ ১ লক্ষ টাকা  অনুদান, রোগী কল্যাণ  সমিতি  সমূহের জন্য ৫০ হাজার হতে ২ লক্ষ টাকা অনুদান নিবন্ধন প্রাপ্ত সেচ্ছাসেবী  সংগঠন সমূহের জন্য ১০ হাজার হতে ২০ হাজার টাকা অনুদান।  আয়বর্ধক  কর্মসূচীর জন্য  সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান, প্রতিষ্ঠান/ সংগঠন/ সংস্থা কে সাধারণ অনুদান প্রদান, দুঃস্থ ব্যক্তিদের  বিশেষ অনুদান সর্বোচ্চ ২৫ হাজার টাকা ,&আকষ্মিক দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের জন্য  জনপ্রতি  সর্বোচ্চ অনুদান ১০  হাজার টাকা ।  

আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা  অধিদফতরের তালিকাভূক্ত  পলস্নী সমাজসেবা কার্যক্রমের কর্মদল সদস্য/সদস্যা সুদমুক্ত  ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’  ও ‘খ’ শ্রেণীভূক্ত  দরিদ্রতম  ব্যক্তি যার মাথাপিছু  বার্ষিক পারিপারিক আয় সর্বোচ্চ ৬০ হাজার  টাকা পর্যমত্ম । সুদমুক্ত ঋণ  ব্যতীত অন্যান্য সেবা  প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভূক্ত  ব্যক্তি যার মাথা পিছু বার্ষিক পারিবারিক আয় ৬০ হাজার টাকার উর্ধে।

 

 

পলস্নী মাতৃকেন্দ্রের সদস্য সুদমুক্ত  ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভূক্ত  দরিদ্রতম  ব্যক্তি যার মাথাপিছু  বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৬০ হাজার  টাকা পর্যমত্ম । সুদমুক্ত ঋণ  ব্যতীত অন্যান্য সেবা  প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভূক্ত  ব্যক্তি যার মাথা পিছু বার্ষিক পারিবারিক আয় ৬০ হাজার টাকার উর্ধে।

 

 

উপজেলার  ৬৫ বছর বা তদূর্ধ  বয়সী  হতদরিদ্র  পুরম্নষ  অথবা   ৬২ বছর বা তদূর্ধ  বয়সী হতদরিদ্র  মহিলা যার বার্ষিক পারিবারিক গড় আয় অনুর্ধ ১০০০০/-(দশহাজার) টাকা।

 

 

৬ বছরের উর্দ্ধে সকল ধরনের  প্রতিবন্ধী ব্যক্তি যিনি সরকার কর্তৃক বয়স্ক ভাতা কিংবা অন্যান্য ভাতা পান না, যিনি চাকুরীজীবি কিংবা পেনশন ভোগী নন, এমন প্রতিবন্ধী ব্যক্তি যাদের  মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ৩৬০০০/-(ছত্রিশ হাজার)  টাকার উর্ধে নয় । 

 

 

উপজেলার  ১৮ বছরের উর্ধে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা যার বার্ষিক পারিবারিক গড় আয় অনুর্ধ ১২০০০/-(বার হাজার) টাকা।

 

 

 

সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত  ৬ বছরের উর্ধে  প্রতিবন্ধী  ছাত্র-ছাত্রী, যাদের বার্ষিক    পারিবারিক গড় আয় অনুর্ধ ৩৬০০০/-(ছয়ত্রিশ হাজার) টাকা।

 

 

  

উপজেলার দলিত, হরিজন, বেদে, প্রভৃতি  সম্প্রদায়ের ৫০ বছর বা তদূর্ধ  বয়স্ক  হতদরিদ্র  পুরম্নষ  অথবা  বয়স্কা   মহিলা যার বার্ষিক গড় আয় অনুর্ধ১২০০০ (বার হাজার) টাকা।

 

 

 উপজেলার বীর মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধার বিধবা পত্নী /পিতা/মাতা, মুক্তিযোদ্ধার সমত্মানগণ যাদের  মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত সনদ অথবা গেজেট অথবা মুক্তিযোদ্ধার অন্যান্য   প্রমানক রয়েছ।

 

উপজেলার দগ্ধ ও প্রতিবন্ধীদের  আর্থ-সামাজিক উন্নয়ন ও পুনর্বাসনে  প্রতিবন্ধী ব্যক্তি   যার বার্ষিক পারিবারিক  গড় আয় অনুর্ধ ২০০০০/-(বিশ হাজার) টাকা।

 

উপজেলার সকল ভিক্ষুকদেরকে পুনর্বাসন ও আর্থিক সহায়তাকরণ যারা ভবিষ্যতে ভিক্ষা বৃত্তি কাজ করবে না মর্মে অঙ্গিকারাবদ্ধ।এ উপজেলায় জরিপকৃত ৩২৩  জন ভিক্ষুক পাওয়া গেছে। এদের মধ্যে ১৮০ জন অঙ্গিকারাবদ্ধ ভিক্ষুককে পর্যায়ক্রমে কর্মসংস্থান ও পুনর্বাসনের আওতায় আনা হবে। ।

 

 

সেচ্ছাসেবী  সমাজ কল্যাণ  মূলক কাজে আগ্রহী  সংগঠন, প্রতিষ্ঠান,ক্লাব, সংস্থা  সমিতি ইত্যাদি।

 

 

 

 

 

 

 

 

 

 

বেসরকারী এতিমখানায় ভর্তিকৃত ৫-১৮ বছর বয়সী এতিম দুঃস্থ শিশুর শতকরা ৫০ ভাগ শিশুকে সরকারী  ক্যাপিটেশন গ্রান্ডের আওতায় আনা হয়েছে  (প্রতিষ্ঠানের  আবেদনের প্রেক্ষক্ষতে)।

 

 

 

 

 

 বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে  নিমণলিখিত প্রতিষ্ঠান /সংগঠনকে অনুদান  প্রদান করা হয়। জাতীয় পর্যায়ের  সেচ্ছাসেবী সংগঠন/ শহর  সমাজ উন্নয়ন  প্রকল্প সমন্বয় পরিষদ / নিবন্ধন প্রাপ্ত সাধারণ  সেচ্ছাসেবী সংগঠন/ দরিদ্র /দুঃস্থ ব্যক্তিগণ।

উপজেলার সরকারী হাসপাতালে ভর্তিকৃত  দুঃস্থ রোগীদের উক্ত হাসপাতালে অবস্থিত রোগী কল্যাণ সমিতির মাধ্যামে চিকিৎসা ও অন্যান্য আর্থিক সহায়তা  প্রদান করা হচ্ছে।

 

তথ্য বা অভিযোগের জন্য যোগাযোগ

সমাজসেবা অধিদফতর

ওয়েব সাইড-www.dss.gov.bd

উপজেলা সমাজসেবা  কার্যালয়, নবাবগঞ্জ, ঢাকা।

ফোন নম্বর ০২৭৭৫৬১২৮, মোবাইল নম্বর ০১৭০৮৪১৪৮৪৮

জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা- ০২৯৩৬২৩৪৮ ।